একবার এক ছেলে আমায় জিজ্ঞাসা করলো, ‘নফল নামাজ পড়তেও ওজু করা লাগে? নাকি ওজু শুধু ফরজের ক্ষেত্রেই?’ আমি আশ্চর্য হলাম! আরও বেশি আশ্চর্য হলাম, ছেলেটা ইউনিভার্সিটির ৩য় বর্ষের ছাত্র শুনে! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ অপছন্দ করেন পার্থিব জ্ঞানী, কিন্তু আখেরাতের ব্যাপারে গন্ড মুর্খদের!’ ” - ড.মুহাম্মদ ইবনে আবদুর রহমান হাফিজাহুল্লাহ