Earn From TSU


SUBMITTED BY: Rubelpabna

DATE: June 14, 2016, 8:30 p.m.

FORMAT: Text only

SIZE: 3.2 kB

HITS: 2136

  1. Earn From TSU
  2. স্যোশাল নেটওয়ার্কিং করে আয় করতে চান??? তাহলে .Just Join Like As Facebook.http://www.tsu.co/Aloneking
  3. সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে আমরা সাধারণত ফেসবুক, টুইটার এগুলো কেই জানি। কিন্তু আজ আপনাদের পরিচয় করিয়ে দেব একটি নতুন একটি সাইটের সাথে যা প্রায় ফেসবুকের মত, কিছু দিক থেকেও ফেসবুক থেকে বেশি সুবিধা রয়েছে। অনেকটা MLM ব্যবসার মত পরিচালিত এই সাইটটির নাম TSU. ভাবছেন MLM কেন বললাম???
  4. কারণ TSU একটি ইনভাইট অনলি সামাজিক যোগাযোগ মাধ্যম।তাই এই সাইটটি নিজে ব্যাবহার করে এবং অন্যদের ইনভাইট করে আপনি এখান থেকে আয় করেতে পারবেন। আপনার লিঙ্ক দিয়ে যখনি কেউ এখানে সাইন-আপ করবে, তখন থেকে আপনিও হয়ে যাবেন তার আয়ের একাংশের অংশীদার। এছাড়া ইউনিক কন্টেন্ট পোস্ট, শেয়ারের মাধ্যমেও বাড়াতে পারেন আয়ের পরিমান। কেননা TSU তাদের অর্জিত আয়ের ৯০% শেয়ার করে তার এক্টিভ মেম্বারদের সাথে। ঊপরি পাওনা হিসেবে ,এখানে আপনি ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ টার্গেটেড ভিজিটর/ট্রাফিক পাবেন আপনার ব্লগ বা সাইটের জন্য।তাই ফেসবুকে সময় নষ্ট না করে আপনিও যুক্ত হোন এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের সাথে।
  5. এটি একটি নতুন সোশ্যাল নেটওয়ার্ক, যারা তাদের ইনকামের ৯০%-ই, ইউজারকে দিয়ে থাকে !!! তাই এর জনপ্রিয়তা দিনদিন বাড়ছে। এর নির্মাতা প্রতিষ্ঠান জাপানে অবস্থিত। এর হেডকোয়ার্টার - আমেরিকার, নিউইয়র্ক এ।
  6. প্রথমেই বলবো, এটি ফেইসবুকের মত নতুন একটি সাইট। আসলে নতুন বললে ভূল হবে। এটি মোটামুটি পুরাতন একটি সাইট। ২০১৪ এর অক্টবর থেকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু।
  7. আমরা সাধারণত ফেইসবুক থেকে কোন ইনকাম করতে পারি না। যার ‍পুরটাই চলে যায় ফেইসবুকের তহবিলে। কিন্তু TSU বলেছে যে তার ইনকামের ৯০% দিয়ে দিবে তার ইউজারকে। এবং এর অনেক প্রমান ও আছে।
  8. অনেকেই প্রশ্ন করতে পারেন এটা ভুয়া কিনা ! না এটা ভুয়া না । সত্যি এখান থেকে টাকা ইনকাম করা যায় । তবে তার জন্য আপনাকে ভালো ভালো কনটেন্ট পোষ্ট করতে হবে ।
  9. ৩০০ ফ্রেন্ড হওয়ার পরেই আপনার ইনকাম শুরু হবে। আপনি আপনার পোষ্ট এ যত লাইক, কমেন্ট, শেয়ারার আর ভিউয়ার পাবেন, আপনার ইনকাম তত বাড়বে। আর তাই Like, Comments & share হলো এই সাইটের ইনকাম এর মূল হাতিয়ার । তার চেয়ে বড় হলো Family Tree তৈরি করা। মেম্বার যত বেশি হবে, ইনকাম ও তত বাড়বে। কারন, আপনি যাদের ইনভাইট করবেন, তাদের ইনকামের ৫০% বোনাস পাবেন আপনি। এরপর বাকি সার্কেল তো আছেই…
  10. এখানে এদেশী ইউজার খুব কম। তাই তাদের আশায় না থেকে আপাতত ফরেইনার দের এড করেন। শুরুর দিকে আপনাদের ফ্রেন্ড বানাতে কষ্ট হবে। এক্ষেত্রে আমার রিসেন্ট পোষ্টের লাইকার দের এড করে নিতে পারেন। কিছু ফ্রেন্ড হওয়ার পরে আর ফ্রেন্ড পেতে আপনাকে কষ্ট হবে না। আর বেশি কথা বলব না। এখন আসা যাক সাইন আপ এর পালায়। এখানে সাইন আপ করতে হলে কারো না কারো রেফারেন্স লাগবেই। তা না হলে সাইন আপ করা যাবে না। এজন্য আমার রেফারেন্স নিতে পারেন আপনারা। নিচের লিংক-এ যান…
  11. Click herefor Sign Up...http://www.tsu.co/Aloneking
  12. Tsu থেকে কিভাবে মাসে $২০০ + ডলার আয় করবে শুধু মাত্র Tsu ব্যাবহার করে!!
  13. ১। ১৫০০+ বন্ধু বানানোর চেষ্টা করবেন
  14. ২।রেফারেল দিয়ে অন্য বন্ধুকে TSU তে জয়েন করাবেন!
  15. ৩। প্রতিদিন ২৫+ পোস্ট দিন
  16. ৪।আপ্নার বন্ধুদের পোস্ট শেয়ার দিন (৩০ টি)
  17. ৫। আপনার বন্ধুদের পোস্টে কমেন্ট করুন এবং লাইক দিন ( ৫০ টি)
  18. ৬। নিজের পোস্টে অন্যকে কমেন্ট এবং শেয়ার দিতে বলুন
  19. ৭। একের অধিক আইডি না করা ভালো । নোটঃ আপনার প্রতিদিন এর ডলার প্রতিদিন জমা হতে থাকবে। এক মাস পর দেখবেন আপনার $ ২০০ + জমা হয়ে গেছে !! এখানে একাউন্ট করতে হলে আপনাকে অবশ্যই কারো রেফারেলে অথবা কারো ইনভাইটেশন এর মাধমে জয়েন করতে হবে!!

comments powered by Disqus